জেলা সঞ্চয় অফিস/ ব্যুরো, চাঁপাইনবাবগঞ্জ-এর মাধ্যমে ২০২৩-২৪ অর্থ বছরে মোট ১৪২ কোটি টাকা বিনিয়োগ লক্ষ্যমাত্রার বিপরীতে ৭৪.৯৬৭০ কোটি টাকা অর্জিত হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৫২.৭৯ শতাংশ। অনুরুপভাবে ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থ বছরে মোট বিনিয়োগ লক্ষ্যমাত্রা যথাক্রমে ৯৪ কোটি এবং ২০০ কোটি, যার বিপরীতে অর্জন হয়েছে যথাক্রমে ৯১.১৫ কোটি এবং ৬৯.৯৮৯০ কোটি টাকা; যা লক্ষ্যমাত্রার যথাক্রমে ৯৬.৯০ ও ৩৪.৯৯ শতাংশ। বিগত বছরগুলোতেও লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনের এ ধারা ছিল সন্তোষজনক। অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘সরকারী ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ: অগ্রাধিকার কার্যক্রমসমূহের ধারাবাহিকতা রক্ষা (পিইএমএস)’ শীর্ষক কর্মসূচীর আওতায় ‘জাতীয় সঞ্চয়স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যার চালু হয়েছে। ফলে জাতীয় সঞ্চয় স্কিমের লেনদেন কার্যক্রমে ইএফটি চালুসহ সঞ্চয়পত্র স্ক্রিপ্টলেস করা হয়েছে এবং গ্রাহক সেবার মান বৃদ্ধি পেয়েছে। ডুপ্লিকেট সঞ্চয়পত্রও অনলাইনে ইস্যু করা হচ্ছে। সঞ্চয়পত্রে বিনিয়োগকারীগণকে এনআইডি/ টিআইএন নম্বর ভিত্তিক উৎসে কর কর্তন বিবরণী প্রদান করা হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস